জেলার বৈচিত্রময় সংস্কৃতির লালন, উৎকর্ষ সাধন ও বিকাশের জন্যে জেলা শিল্পকলা একাডেমী নানাবিধ কর্মসূচি বাসত্মবায়ন করে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস জেলা শিল্পকলা একাডেমী গুরম্নত্বের সঙ্গে যথাযথভাবে পালনে অঙ্গীকারাবদ্ধ। জেলা শিল্পকলা একাডেমীর সামগ্রিক কর্মকান্ডের মূলে অবস্থান করছে এর প্রশিক্ষণ বিভাগের কার্যক্রম। উচ্চাঙ্গ সংগীত, সাধারণ সঙ্গীত, উচ্চাঙ্গ নৃত্য, সাধারণ নৃত্য, চারুকলা, নাটক ও তালযন্ত্রের উপর রয়েছে চার বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক নিযুক্ত জেলার উদ্যমী গুণী শিল্পী ও জাতীয় পর্যায়ের প্রশিক্ষকদের সমন্বয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। এর সমাপ্তিতে প্রশিক্ষণার্থীরা প্রাপ্ত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একটি বিশেষ সার্টিফিকেট যা তাদের পরবর্তী শিক্ষাজীবন, কর্মজীবন ও সামগ্রিক জীবনে গুরম্নত্বপূর্ণ সহায়তা যোগাবে। নূতন প্রজন্মকে সৃজনশীল, শিল্পচেতনায় জাগ্রত, আলোকিত চিত্ত ও ঋদ্ধ মানুষ হিসেবে নির্মাণ করতে এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চায় যুক্ত রাখতে বদ্ধ পরিকর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS