Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

জেলা শিল্পকলা একাডেমীর সামগ্রিক কর্মকান্ডের মূলে অবস্থান করছে এর প্রশিক্ষণ বিভাগের কার্যক্রম। উচ্চাঙ্গ সংগীত, সাধারণ সঙ্গীত, উচ্চাঙ্গ নৃত্য, সাধারণ নৃত্য, চারুকলা, নাটক ও তালযন্ত্র এবং আবৃত্তির উপর রয়েছে চার বছর ও দুইবছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক নিযুক্ত জেলার উদ্যমী গুণী শিল্পী ও জাতীয় পর্যায়ের প্রশিক্ষকদের সমন্বয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। এর সমাপ্তিতে প্রশিক্ষণার্থীরা প্রাপ্ত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একটি বিশেষ সার্টিফিকেট যা তাদের পরবর্তী শিক্ষাজীবন, কর্মজীবন ও সামগ্রিক জীবনে গুরম্নত্বপূর্ণ সহায়তা যোগাবে। নূতন প্রজন্মকে সৃজনশীল, শিল্পচেতনায় জাগ্রত, আলোকিত চিত্ত ও ঋদ্ধ মানুষ হিসেবে নির্মাণ করতে এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চায় যুক্ত রাখতে বদ্ধ পরিকর। 

প্রশিক্ষণ বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জেলা শিল্পকলা একাডেমির অফিস হতে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। প্রতি বছরের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে।  ভর্তি ফি ২৫০ টাকা, মাসিক বেতন ১২০ টাকা। আবেদন ফরম অনলাইনে অফলাইনে সংগ্রহের সুযোগ রয়েছে।

তাছাড়া সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত ভাড়া পরিশোধ সাপেক্ষে মহড়া কক্ষ, আঙ্গিনা এবং মিলনায়তন ব্যবহার করতে পারেন। আবেদন ফরম অনলাইনে অফলাইনে সংগ্রহের সুযোগ রয়েছে।