Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

জেলা শিল্পকলা একাডেমীর সামগ্রিক কর্মকান্ডের মূলে অবস্থান করছে এর প্রশিক্ষণ বিভাগের কার্যক্রম। উচ্চাঙ্গ সংগীত, সাধারণ সঙ্গীত, উচ্চাঙ্গ নৃত্য, সাধারণ নৃত্য, চারুকলা, নাটক ও তালযন্ত্রের উপর রয়েছে চার বছর ও দুই বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চলমান। আটজন প্রশিক্ষক ও দুইজন সহকারি প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মকাণ্ড সম্পাদান করেন।  বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক নিযুক্ত জেলার উদ্যমী গুণী শিল্পী ও জাতীয় পর্যায়ের প্রশিক্ষকদের সমন্বয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রশিক্ষণ বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জেলা শিল্পকলা একাডেমির অফিস হতে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। ভর্তি ফি ২৫০ টাকা, মাসিক বেতন ১২০ টাকা।

জেলা শিল্পকলা একাডেমিতে ভর্তিকৃত মোট শিক্ষার্থীর তলিকা

ক্র.নং

বিষয়

শিক্ষার্থীর সংখ্যা

২. 

চারুকলা

২৩৯ জন

২. 

সাধারণ সঙ্গীত

২২৬ জন

৩. 

উচ্চাঙ্গ সঙ্গীত

৪১ জন

৪. 

উচ্চাঙ্গ নৃত্য

১৩ জন

৫. 

সাধারণ ‍নৃত্য

৮০ জন

৬. 

তবলা

৪৫ জন

৭. 

নাটক

০১ জন


 ৮.

 আবৃত্তি

৯৯ জন

মোট                                                                             ৭৪৪ জন