১৯৭৪ সালের ১৯শে ফেব্রম্নয়ারি বাংলাদেশ জাতীয় সংসদে গৃহীত ৩১ নং এ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয় এবং উক্ত আদেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমী পরিষদের ৯ই সেপ্টেম্বর ১৯৭৬ তারিখের সভায় অনুমোদিত হয়। উপরোক্ত ধারামতে, বাতিলকৃত ঢাকাস্থ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত সকল পাকিস্তান আর্টস কাউন্সিলের সম্পূর্ণ দায়-দায়িত্ব অতঃপর কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপর বার্তায় এবং বাংলাদেশের সকল জেলায় ও মহকুমা শহরে উক্ত এ্যাক্ট বলে বাতিলকৃত সাবেক পাকিস্তান আর্টস কাউন্সিলের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। গঠিতব্য প্রতিষ্ঠানসমূহ শিল্পকলা একাডেমী পরিষদ নামে আখ্যায়িত হয়। পরবর্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ২০-১০-২০০৪ তারিখে অনুষ্ঠিত ৮৫তম সভার সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পরিষদের ০৯-০৯-১৯৭৬ তারিখে অনুষ্ঠিত ১০ম সভায় অনুমোদিত শিল্পকলা পরিষদ গঠনতন্ত্র সংশোধন করে গঠিত প্রতিষ্ঠানসমূহকে জেলা শিল্পকলা একাডেমী নামে আখ্যায়িত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস