Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪। সুনামগঞ্জ জেলার বন্ধুরা ছবিতে প্রদর্শিত QR Code স্ক্যান করে অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।
Details
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪
প্রতিযোগিতার বিষয় ৯টি- 
১. রবীন্দ্র সংগীত
২. নজরুল সংগীত
৩. গণজাগরণের গান(দেশাত্ববোধক/ভাষার গান/মুক্তিযুদ্ধভিত্তিক/বঙ্গবন্ধুকে নিয়ে গান/গণসংগীত)
৪. লোক সঙ্গীত 
৫. সাধারণ নৃত্য/ লোক নৃত্য/সৃজনশীল নৃত্য 
৬. শাস্ত্রীয় নৃত্য 
৭. একক আবৃত্তি(কবিতা/ছড়া)
৮. একক অভিনয়
৯. চিত্রাঙ্কন 
বিভাগ ৩টি
ক বিভাগ: ১ম থেকে ৫ম শ্রেণি অথবা সর্বোচ্চ ১১ বছর
খ বিভাগ: ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি অথবা সর্বোচ্চ ১৭ বছর
গ বিভাগ: একাদশ - স্নাতকোত্তর অথবা সর্বোচ্চ ২৫ বছর
* ১জন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি বিষয়ে অংশগ্রহণ করবেন
জেলা পর্যায়ে বিজয়ী ১ম স্থান অধিকারীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় শিল্পকলা প্রতিযোগিতা।


https://docs.google.com/forms/d/e/1FAIpQLScE06hc5xePLP1CocTSTgc-_PdxuFbvQK9RaHrgGb8LrjxZng/viewform?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR1lFLMSYu_KY-Et9n2ouaG1QZVIr7YRQraNX_w4Drg79OrG_tLxLP-Q5dE_aem_AaZrSfF6j4peuo8ytg4S8h2jKzdjkzHgSSpJvNPI4IKq-tpDK8UqW2JXX7DxGLr88mjYxTu2qeDmFngnXsA6phFZ

Images
Attachments
Publish Date
01/06/2024
Archieve Date
01/01/2026